শ্রীনগর, ১২ সেপ্টেম্বর : ভূমিধসের ফলে জম্মু –শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।জম্মু ও কাশ্মীর ট্রাফিক পুলিশ মঙ্গলবার জানিয়েছে, কিশতওয়ারি, পাথের এবং বানিহালে ভূমিধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে। এরফলে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের ট্রাফিক পুলিশের তরফ থেকে একটি পরামর্শ জারি করে জানানো হয়েছে যে হাইওয়েতে যাতায়াতের আগে ট্রাফিক কন্ট্রোল ইউনিট থেকে অনুমতি নিয়ে তারপর জাতীয় সড়কে যাতায়াত করা যাবে।
জেকে ট্রাফিক পুলিশ এক্স-য়ে পোস্ট করে জানিয়েছে, কিশতওয়ারি পাথের বানিহালে ভূমিধসের কারণে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে। দুই প্রান্ত থেকে যান চলাচল বন্ধ রয়েছে। জনসাধারণকে জাতীয় সড়ক-৪৪ দিয়ে যাতায়াতের আগে ট্রাফিক পুলিশের থেকে অনুমতি নিতে হবে। উল্লেখ্য, আগস্ট মাসের শুরুতে রামবান জেলার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভূমিধসের ফলে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রা স্থগিত করা হয়েছিল।