স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। ত্রিপুরায় বহুল চর্চিত চাকরি পরীক্ষা জেআরবিটি নিয়ে ফের আন্দোলনে নামলেন চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। রবিবার আগরতলায় চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীদের একাংশ একজোট হয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন যে যাতে দ্রুত ইন্টারভিউ এর মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগপত্র দেয়া হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর জেআরবিটি চাকরি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ২০২১ সালে পরীক্ষা নেয়া হয়। তারপর ২০২২ সালে নেয়া হয় ইন্টারভিউ। প্রায় তিন বছর যাবৎ চলছে নিয়োগ প্রক্রিয়া। আজ পর্যন্ত নিয়োগ করা হয়নি। এই পরিস্থিতিতে চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা হতাশ হয়ে পড়েছেন। বারবার আন্দোলন করেতে হচ্ছে। এখন ইন্টারভিউ এর চূড়ান্ত মেধা তালিকা তথা মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগের দাবীতে সরব হয়েছেন বেকার যুবক যুবতীরা।
রবিবর আগরতলায় রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্যদের ছবি পোস্টার বানিয়ে তারা রাজ্য সরকারের উদ্দেশ্যে জানতে চান কেন এত বিলম্ব হচ্ছে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। জেআরবিটিতে গ্রুপ সি এর ইন্টারভিউ নেয়ার প্রক্রিয়া শেষে হয়েছে। কেন মেধা তালিকা তথা মেরিট লিস্ট প্রকাশ করা হচ্ছে না এবং কেন গ্রুপ ডি এর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের এই প্রশ্ন। তারা দাবী জানিয়েছেন অতি শীঘ্রই যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।