চণ্ডীগড়, ৯ সেপ্টেম্বর : পাঞ্জাব পুলিশ ভারত-পাকিস্তান সীমান্তে ১৫ কেজি হেরোইন উদ্ধার করেছে। একজন পাচারকারীকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। বাজেয়াপ্ত হেরোইনের মূল্য প্রায় ১০৫ কোটি টাকা।পাঞ্জাব পুলিশের মহানির্দেশক গৌরব যাদব শনিবার জানান, ফাজিলকার এসএসওসি শাখা আন্তঃসীমান্ত মাদক চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে একটি গোয়েন্দা অভিযান চালায়। তারপরেই ১৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ একজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, খড় ভর্তি একটি ট্রলিতে লুকিয়ে ওই হেরোইনগুলি পাচার করছিল ভারতীয় চোরাকারবারীরা।গৌরব যাদব আরও বলেন, গত ৪৫ দিনে এসএসওসি ফাজিলকা ১৪৭ কেজি হেরোইন উদ্ধার করেছে। পাচারকারীর বিরুদ্ধে সদর ফাজিলকা থানায় মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ডিজিপি বলেন, পাকিস্তানে এই চোরাকারবারীরা কার কার সঙ্গে যোগাযোগ করেছিল এবং ভারতে এই হেরোইন কোথায় পৌঁছে দেওয়া হচ্ছিল সেটা খুঁজে বের করার চেষ্টা করছে পাঞ্জাব পুলিশ।