স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। বেসরকারি উদ্যোগে নির্মিয়মান একটি বহুতল ভবনের নির্মাণ সামগ্রী বহুতল থেকে রাস্তার পাশের ট্রান্সফরমানে পড়ে গিয়েছে। তাতে বিদ্যুতের ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল তিনটা নাগাদ আগরতলা শহরের বনমালীপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায়।
এদিন বিকাল তিনটা নাগাদ প্রচন্ড ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছিল। ঠিক তখনই রাস্তার পাশেই একটি বহুতল ভবনের ফাইবার গ্লাস জাতীয় নির্মাণ সামগ্রীর একটি বিশালাকার টুকরো এসে পড়ে যায় বিদ্যুতের ট্রান্সফরমারের উপর। ভাতে মুহুর্তের মধ্যেই গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে। জানা গিয়েছে ট্রান্সফরমারটির ব্যাপক ক্ষতি হয়েছে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীরা। বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। এলাকার লোকজন সাথে সাথেই বিদ্যুৎ নিগমের কর্মীদের তলব করেন। তারা গিয়ে সারাইয়ের উদ্যোগ নেয়।