স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৫ সেপ্টেম্বর।। স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামীকে গ্রেপ্তার করেছে। সাথে গ্রেপ্তার করা হয়েছে গৃহবধূর ননদকে। ঘটনাটি ঘটেছে কৈলাসহর থানার অধীন তাতি পাড়ায় মঙ্গলবার সকালে। ঘটনাকে কেন্দ্র করে করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ধর্মনগরে বিনতী ভাঁতির সাথে বিয়ে হয়েছিল কৈলাসহরের তাঁতিপাড়ার বাসিন্দা ঝন্টু তাঁতির।
তাদের বর্তমানে একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার সকালে বিনতী তাঁতির বাপের বাড়িতে খবর যায় যে বিনতী তাঁতির মৃত্যু হয়েছে। বাপের বাড়ির লোকজন ছুটে যায় কৈলাসহরে। গিয়ে দেখেন স্বামীর বাড়িতে বিনতীর মৃতদেহ পড়ে রয়েছে। বাপের বাড়ির লোকজনের সন্দেহ হয় যে এটি পরিকল্পিত হত্যাকান্ড। সাথে সাথেই খবর দেয়া হয় কৈলাসহর থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।
মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ প্রায়ই বিনতীকে মারধর করত স্বামী ঝন্টু তাঁতি। এনিয়ে এলাকায় মাতব্বরদের সাথে আলোচনা ও বৈঠক হয়েছে। কিন্তু, কোনভাবেই নির্যাতন বন্ধ করেনি কটূ। বিনতীকে মারধর করে গলা টিপে খুন করা হয়েছে বলে অভিযোগ। গলার দাগ পাওয়া গিয়েছে। এদিকে মৃতার মেয়ে জানিয়েছে তার বাবা তার মাকে প্রতিনিয়ত মারধর করত। পুলিশ, প্রাথমিক তদন্তে স্বামী ঝন্টু তাঁতি এবং তার বোন সুমি ভাঁতিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়েছে। একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, এই হত্যাকান্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।