স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। ফের রাজধানীর বুকে দুঃসাহসিক চুরি। চোরের দল রাজধানীর লেইক চৌমুহনি বাজারের এক কাপড়ের দোকানে থাবা বসায়। সোমবার সকালে চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশের রাত্রিকালীন টহলদারী নিয়ে উঠেছে প্রশ্ন।
দোকানের মালিক স্বপন দেবনাথ জানান, চোরের দল দোকানে হানা দিয়ে বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে যায়। এই নিয়ে তাঁর দোকানে তিনবার চুরি হয়েছে। দোকানের পিছনের দিকের দরজা ভেঙ্গ চোরেরা দোকানে প্রবেশ করে। দোকানে থাকা সিসি ক্যামেরা খুলে ফেলে। দোকান থেকে কাপড় নিয়ে গিয়েছে। দোকানের ইনস্যুরেন্স করা থাকলেও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া যায় না বলে জানান তিনি। এই ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে যথারীতি চুরির মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে এই ঘটনার খবরে এলাকার অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শারদোৎসব আসন্ন। ব্যবসায়ীরা দোকানে কাপড় সহ অন্যান্য সামগ্রী মজুত করছেন। এই অবস্থায় চুরির ঘটনা রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ব্যবসায়ীদের। দাবী উঠেছে আগরতলা শহরে রাতে পুলিশের টহলদারি আরও জোরদার করার।