ভারতের নাগরিকদের মনে সুকৌশলে মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে

অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর।। ভারতের অন্যতম নামকরা ও জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। জীবনযাপন শুধু নয় কথাবার্তায় তিনি ব্যতিক্রম। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান এ অভিনেতার বলেন, ভারতের নাগরিকদের মনে সুকৌশলে মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার মতে, মুসলিম বিদ্বেষ এখন ফ্যাশনে পরিণত হয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন বলেন, ‘আজকালকার সিনেমায় বা সিরিজে যা দেখানো হচ্ছে, তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবে। সেটা আদতে ইসলামফোবিয়া।’

নাসিরুদ্দিন আরো বলেন, ‘বর্তমান এ সময়টা বেশ উদ্বেগজনক। নানা অছিলায় কিছু মুসলিমবিরোধী ভাবনাচিন্তা ও ধ্যানধারণা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক জীবনেও তারই প্রতিফলন ঘটছে প্রতিনিয়ত। মুসলিম বিদ্বেষ তো আজকাল একটা ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে! এমনকি, শিক্ষিত মানুষদের মননেও কোথাও একটা এটা ঢুকে গেছে।’

তার ভাষ্য, ‘ক্ষমতায় থাকা রাজনৈতিক দল (বিজেপি) সুকৌশলে এটা দেশের সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তা হলে সবকিছুর মধ্যে ধর্মের পরিচয় দেওয়া হচ্ছে কেন? যারা ধর্মের দোহাই দিয়ে ভোট পাচ্ছেন, তাদের সামনে তো নির্বাচন কমিশন স্রেফ নীরব দর্শক!’নাসিরের প্রশ্ন, ‘এ কাজই যদি আজ কোনো মুসলিম নেতা করতেন, তিনি যদি ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে জনগণের কাছে ভোট চাইতেন, তা হলে এত দিনে দুনিয়া এ দিক থেকে ও দিক হয়ে যেত!’

ভারতের নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কতটা মেরুদণ্ডহীন হলে দিনের পর দিন এটা চলতে পারে! নির্বাচন কমিশনের তো একটা কথা বলারও সাহস নেই।’ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে নাসিরুদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান, যদিও তারপরও সাম্প্রতিক নির্বাচনে হেরে গেছেন তিনি।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?