২৩ এর বিধানসভা নির্বাচনের পর বক্সনগর কেন্দ্রে বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত

স্টাফ রিপোর্টার, বক্সনগর, ২৯ আগস্ট।। ২০২৩ এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর থেকেই বক্সনগর বিধানসভা কেন্দ্রে তোফাজ্জলের হাত ধরে একের পর এক কংগ্রেস সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন বহু পরিবার। বক্সনগর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর থেকে আড়ালিয়া, আড়ালিয়া থেকে কুলুবাড়ি, মতিনগর, কলমচৌরা, বক্সনগর, রহিমপুর, পুঠিয়া এবং ভেলুয়ারচড় এর সিপিআইএমের কর্মী সমর্থকরা দলে দলে তোফাজ্জলের হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন।

এ দৃশ্য দেখে অনেকেই বলছেন হয়তোবা আগামী দিনে ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিরোধী একেবারে শূন্য হয়ে পড়বে। যে বক্সনগর বিধানসভা কেন্দ্রটি বামেদের শক্ত ঘাটি বলে পরিচিত। লক্ষ্য করা গেছে ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীকে টিকেট না দেওয়ায় এই কেন্দ্রের সিপিআইএম কর্মী সমর্থকরা অনেকটাই হতাশ হয়ে পড়েন। কর্মী সমর্থকদের মধ্যে অনেকেই দাবি করেন শহীদ চৌধুরীকে মাঠে খেলিয়েছেন কিন্তু দল টিকেট দিয়েছেন শামসুল হককে। তখন কর্মী সমর্থকদের কিছু করার ছিল না।

১৮ এর বিধানসভা নির্বাচনের পর ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রটি প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী অনেক ভয়-ভীতিকে উপেক্ষা করে বক্সনগর কেন্দ্রটিকে ২০২৩ বিধানসভা নির্বাচনের জন্য সাজিয়েছিলেন। কিন্তু দল উনার সাথে গাদ্দারি করে টিকেট দিয়েছিল শামসুল হককে। শহীদ চৌধুরীর সাজানো মাঠে খেলে, জয়ী হয়েছেন শামসুল হক। তা না হলে শামসুল হক জয়ী হতে অনেক কষ্ট হতো বলে অনেকে দাবি করেন।

২০২৩ বিধানসভা নির্বাচনে শহীদ চৌধুরীকে টিকেট না দেওয়ায় নির্বাচনের আগ মুহূর্তে দলের কর্মী সমর্থকরা সিপিআইএম দল ত্যাগ করার ইচ্ছা থাকলেও ত্যাগ করতে পারেনি। এই দলত্যাগের প্রভাব পড়লো ২০২৩ বিধানসভা নির্বাচনের পর। গোটা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দলের প্রথমসারির নেতা থেকে শুরু করে প্রত্যেকেই দলে দলে তোফাজ্জলের হাত ধরে যোগ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে। এরই মধ্যে বক্সনগর বিধানসভার কেন্দ্রের বাম বিধায়ক শামসুল হকের অকাল প্রয়ানে আবারো উপনির্বাচন হতে যাচ্ছে বক্সনগর বিধানসভা কেন্দ্রে।

এই উপনির্বাচনকে সামনে রেখে সিপিআইএমের কর্মী সমর্থকরা দলে দলে যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে। আর এই উপ নির্বাচনে সিপিআইএম প্রার্থী করেছেন প্রয়াত শামসুল হকের তৃতীয় ছেলে মিজান হোসেনকে। দল কি বুঝে শামসুল হকের ছেলেকে প্রার্থী করেছেন এটা দলের নেতৃত্বরাই ভালো বুঝেছেন। কিন্তু উনার থেকে অনেক সিনিয়র নেতৃত্বরা ছিলেন কিন্তু দল তাদের টিকিট দেয়নি। শামসুল হকের ছেলেকে প্রার্থী করায় বক্সনগর কেন্দ্রের সিপিআইএমের কর্মী সমর্থকরা দলে দলে যোগ দিচ্ছেন বিজেপিতে। রাজনৈতিক মহলের দাবি, যে কেন্দ্রটি বামেদের ঘাঁটি ছিল সে কেন্দ্রটি হাতে ধরে নষ্ট করল সিপিআইএম নেতৃত্বরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?