স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। মঙ্গলবার ২৯ আগস্ট হকির যাদুকর কিংবদন্তী মেজর ধ্যনচাঁদের জন্মদিবসে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আগরতলায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে একটি পদযাত্রার আয়োজনও করা হয়েছে।
পদযাত্রায় অংশ নেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়েরা। পদযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে
উমাকান্ত সুইমিংপুল প্রাঙ্গনে এক বিশেষ অনুষ্ঠানে মিলিত হয়। অনুষ্ঠানে খেলোয়াড়রা যোগা প্রদর্শন করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় স্তরে রাজ্যের খেলোয়াড়দের পারদর্শীতা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন জাতীয় স্তরে বিভিন্ন ইভেন্টে রাজ্যের খেলোয়াড়েরা সাফল্য পাচ্ছেন। আগামীদিনে ক্রীড়া দপ্তরের তরফে বিভিন্ন ইভেন্টে পরিকাঠামো উন্নয়ন করা হবে। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা আজকের দিনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এদিকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়াবিদদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।