স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।। কৃষিপণ্যের সহায়ক মূল্য নির্ধারণের জন্য কৃষিকে শিল্পের মর্যাদা প্রদান করা,স্থানীয় কৃষকদের দিয়ে উৎপাদক সমবায় ও ভোক্তা সমবায়ের মাধ্যমে সমগ্র কৃষি ব্যবস্থা পরিচালনা করা, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, রেগার মজুরি বৃদ্ধি করে দৈনিক ৩০০ টাকা করে বছরে ২৫০ দিনের কাজের ব্যবস্থা করা সহ ১০ দফা দাবিতে বাঙালি কর্ষক সমাজ ও শ্রমজীবি সমাজের রাজ্য কমিটি শহরের মোটরস্ট্যান্ড এলাকা থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে।
উপস্থিত ছিলেন বাঙালি কর্ষক সমাজে রাজ্য সম্পাদক বিমল দাস, বাঙালি শ্রমজীবী সমাজের রাজ্য সম্পাদক দুলাল ঘোষ, গোরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্যরা। গোরাঙ্গ রুদ্র পাল জানান, সম্প্রতি কেন্দ্রে পাশ হওয়া কৃষক, শ্রমজীবী সমাজের স্বার্থের পরিপন্থী বিল ও কিছু অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী আইন পাস হয়েছে। যা সরকারকে বাতিল করার দাবি জানানো হচ্ছে।
পাশাপাশি কৃষিপণ্যের সহায়ক মূল্য নির্ধারণ করে কৃষকদের শিল্পের মর্যাদা প্রদান করার দাবি জানান। এবং এই অতিমারি চলাকালীন সময়ে গরিব মানুষকে এবং কৃষক, শ্রমজীবী মানুষদের প্রতি মাসে ৮ হাজার টাকা করে সাহায্য প্রদান করে দাবিও জানানো হয়।