নির্মীয়মান জাতীয় সড়কের পাশে ড্রেনের দাবীতে জোলাইবাড়িতে অবরোধ আন্দোলন

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৮ আগস্ট।। উত্তর ত্রিপুরা জেলার ঝড়ঝরি থেকে দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়কের কাজ নিন্মমানের হচ্ছে বলে অভিযোগ। সেই সাথে সড়ক নির্মাণের ফলে আশেপাশে বাড়িঘর ক্ষতিগ্রস্থ হওয়ায় ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ সোনাইছরি এলাকায় অবরোধ করে এলাকার জনগণ। প্রায় তিন বছর ধরে ঝড়ঝরি থেকে জোলাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়ক এনএইচ১০৮(এ) নির্মাণের কাজ চলছে। কিন্ত রাস্তার কাজ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার জনগণের অভিযোগের শেষ নেই। বিভিন্ন মহলে আবেদন করেন রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণ করার জন্য।

এই কাজের বরাত পায় ঝাড়খন্ডের সতীশ প্রাসাদ কনস্ট্রাকশন। কিন্ত তাদেরও এই নিয়ে হেলদোল নেই। তাতে এলাকার জনগণের দুর্ভোগের শেষ নেই। রাস্তার কাজে গুণগতমান বজায় রাখা ও রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণ করার জন্য এলাকার জনগণ এই নিয়ে চারবার রাস্তা অবরোধ করে। গত দুই দিনের বর্ষণে রাস্তা বেহাল হয়ে পড়ে। রাস্তা নির্মাণের ফলে আশেপাশের অনেক পুকুর জলে ভেসে যায়। বাড়ি ঘরের জলমগ্ন হয়ে পড়ে। বারবার প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হয় নাই।

তাই বাধ্য হয়ে সোমবার সকাল সাড়ে নয়টা থেকে দক্ষিণ সোনাইছড়ি এলাকায় পথ অবরোধ করেন স্থানীয়রা। এই অবরোধে রাস্তার দুই পাশে অনেক গাড়ি আটকে পড়ে। দুর্ভোগ দেখা দেয় চলাচলকারি সাধারণ মানুষের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে ডি সি ছুটে আসেন। অবরোধ প্রত্যাহার করার দাবি জানান। কিন্ত এলাকার জনগন তা মানতে নারাজ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?