তেলিয়ামুড়ার মাইগঙ্গা গ্রামে বন্য হাতির আক্রমণে আশঙ্কাজনক অবস্থা কৃষকের

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৫ আগস্ট।। বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকার স্থানীয় জনগণ। বন্য হাতির দল বিভিন্ন সময়ে তান্ডব চালিয়ে কখনো বাড়িঘর ভাঙচুর করছে আবার কখনো ক্ষেতের ফসল নষ্ট করে চলেছে। এমনকি প্রাণহানির মত ঘটনার খবরও ইতিমধ্যে উঠে এসেছে। কিন্তু এতসব কিছুর পরও হাতির আক্রমণ রোধে কোন কার্যকর পদক্ষেপ নেই বন দপ্তরের তরফে।

এবার বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হলেন এক কৃষক। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মধ্য কৃষ্ণপুর গাওসভার মাইগঙ্গা অফিসটিলায়। আহত ব্যক্তির নাম নিরঞ্জন বিশ্বাস(৫৩)। শুক্রবার সকালে পথ চলতি মানুষ গঙ্গানির শব্দ শুনে তাকে দেখতে পান পাশের ক্ষেতের মধ্যে পড়ে থাকতে। সাথে সাথে খবর দেওয়া হয় স্থানীয় থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে। দমকলের কর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।

এলাকাবাসীর বক্তব্য বন্য হাতির আক্রমণে প্রায়শই ঘটে চলেছে জীবন হানি নতুবা অন্য কোন ক্ষয়ক্ষতি। তারপরও কোন হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরের। হাতির আক্রমণ রোধে কার্যকর কোন পদক্ষেপ কিংবা পরিকল্পনা দ্রুত গ্রহণ করুক, বনদপ্তর দাবি স্থানীয় বাসিন্দাদের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?