স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৫ আগস্ট।। কাজ ও খাদ্যের সংকট, বিদ্যুৎ বিভ্রাট, ভাতা নিয়মিত চালু ও রাস্তাঘাট সংস্কারের দাবি নিয়ে বামপন্থীদের মিছিল। শুক্রবার দুপুর বারটা নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে খেকে লাল ঝান্ডর একটি সুসজ্জিত মিছিল সংগঠিত করে। মিছিলটি সিপিআইএম মহকুমা কার্যালয় থেকে শুরু করে থানা চৌমুহনি হয়ে জগন্নাথ বাড়ী হয়ে হাসপাতাল চৌমুহনী থেকে এক নং টিলায় এসে শেষ হয় এবং সেখানে হয় সভা।
সভার শুরুতে শ্রমিক নেতা বিজয় তিলককে সভাপতি করে শুরু হয় সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন সিপিএম নেতৃত্ব। পাশাপাশি জনজীবনের বিভিন্ন সমস্যা নিরসনের দাবি নিয়ে লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান রাখেন।
মিছিলের শুরুতে এই দাবিগুলি নিয়ে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে সিপিএম। আজকের এই মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক, দক্ষিণ জেলা সম্পাদক তাপস দও, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার, বিধায়ক দীপংকর সেন সহ বিভিন্ন গনসংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।