স্টাফ রিপোর্টার, উদয়পুর/ বিলোনীয়া, ২৫ আগস্ট।। গত বেশকিছু দিন ধরে উদয়পুর রাধাকিশোরপুর থানায় পুলিশের কাছে খবর ছিল সোনামুড়া চৌমুহনী এলাকায় এক যুবক নেশা সামগ্ৰী বিক্রি করে।এখবর পেয়ে পুলিশ নেশা সামগ্ৰী বিক্রিতা কে জালে তুলতে চেষ্টা করছিল। কিছুতেই পুলিশ এদের জালে তুলতে পারছিল না।
অবশেষে গতকাল বূহস্পতিবার দুপুরের পর রাধাকিশোরপুর থানায় পুলিশের কাছে খবর আসে উদয়পুর সোনামুড়া চৌমুহনী এলাকায় এক বাড়িতে নেশা সামগ্ৰী বিক্রি করার জন্য দুই যুবক উপস্থিত হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।বিকাল পাঁচটা নাগাদ পুলিশ সোনামুড়া চৌমুহনী এলাকার বাসিন্দা সুরজ মিয়া চৌধুরীর ঘড় তল্লাশি শুরু করে। সেখানে ২৬০ কৌটা অর্থাৎ পাঁচ গ্ৰাম নেশা সামগ্ৰী হিরোইন পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
পরবর্তী সময়ে প্রথমে সুরজ মিয়া চৌধুরীর কে গ্ৰেপ্তার করে নিজ বাড়ি থেকে। পরবর্তী সময়ে রাধাকিশোরপুর থানার পুলিশ রাতে তল্লাসি চালিয়ে উদয়পুর মধ্যপাড়া থেকে রাজীব সোমকে আটক করে।দুই জনেই এক সঙ্গে ব্যবসা করে বলে জানিয়েছে পুলিশ।দুই জনকেই পুলিশ গ্ৰেপ্তার করেছে।
নেশা বিরোধী অভিযান চালিয়ে একের পর এক সাফল্য পাচ্ছে রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ। গতকাল গভীর রাতে নেশা বিরোধী অভিযান চালিয়ে আবারো সাফল্য পেল রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ২০০ নং ব্যাটেলিয়নের সীমান্ত সুরক্ষা বাহিনী যৌথ উদ্যোগে চলে এই অভিযান। অভিযানটি হয় রাজনগর ব্লকের কমলাপুরের ইন্দিরা নগর গ্ৰামের বাসীন্দা দীপক দাসের বাড়িতে। অবৈধ নেশা সামগ্রী উদ্ধার সহ গ্ৰেপ্তার করতে সক্ষম হয় কুখ্যাত নেশা কারবারি দীপক দাসকে ।
বিএসএফ জি ব্রাঞ্চের ইন্সপেক্টর জি এন মধু, ইন্সপেক্টর সন্তরাম ও পি আর বাড়ি থানার ওসি তথা ইন্সপেক্টর রতন রবি দাস নেতৃত্বে পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয় । এই অভিযানে বাড়িতে তল্লাশি চালিয়ে সত্তর কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি নেশাকারবারের সাথে যুক্ত দীপক দাসকে গ্ৰেপ্তার করে নিয়ে আসে রাজনগর পিআরবাড়ি থানাতে।
পুলিশ অভিযুক্ত নেশাকারবারি দীপক দাসের বিরুদ্ধে এনডিপিএস এক্টে ধারা নিয়ে শুক্রবার দুপুরে পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করে । রাজনগর পিআরবাড়ি থানাতে যার মামলার নম্বর ২০২৩ / ০৫৮ । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজনগর পিআরবাড়ি থানার ওসি রতন রবি দাস জানান, কে কে, এই নেশা কারবারির পেছনে যুক্ত আছে তদন্ত চলছে।