বিলোনিয়ায় নিশি কুটুম্বদের দৌরাত্ম্যে নাভিশ্বাস আম জনতার

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৩ অক্টোবর।। নিশি কুটুম্বদের হানা থেকে কিছুই রক্ষা পাচ্ছে না । রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দোকান , বাড়ি , অফিস , আদালত এমনকি মন্দিরে হানা দিয়ে চুরি করছে অনায়াসে । পুলিশ তথৈবচ । চুরি যাওয়া জিনিসপত্র সন্ধান পাওয়া দুরের কথা, চোরের টিকির নাগাল পাচ্ছে না বিলোনিয়া থানার পুলিশ । বিলোনিয়া থানার ঢিল ছোড়া দূরত্বে ইউবিআই ব্যাঙ্ক রোড সংলগ্ন স্থানে আবারোও গভীর রাতে চুরি হলো জোস্না স্টুডিও নামে একটি দোকান । এনিয়ে দুই বার চুরি হয় এই দোকান ।

পুলিশ পেট্রোলিং ও রাস্তায় পুলিশের নৈশ প্রহরী থাকার সত্বেও কি করে রাতের নিশিকুটুম্বরা বার বার চুরি সংঘটিত করে পার পেয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যাবসায়ী মহলে । আবারও রাজ স্টুডিও নামে একটি দোকানে হানা দিয়ে চুরি করলো মোবাইল , ডিজিটেল ক্যামেরা , পেনড্রাইভ সহ দোকানের অন্যান্য জিনিসপত্র ও নগদ আড়াই হাজার টাকা । বছর দেড়েক আগে এই দোকানে চুরি হয় । সেই সময় পুলিশ মামলা হাতে নিলেও চোরের হদিস পায়নি পুলিশ ।

পুলিশকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে রাজ স্টুডিও নামক একটি দোকানে আবারো শুক্রবার গভীর রাতে হানা দিল নিশি কুটুম্বের হানা। স্টুডিও-র দোকান হলেও জেরক্সের পাশাপাশি মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস ছিল দোকানে । দোকানের মালিক সৌরভ দত্ত শনিবার সকালে দোকান খুলতে এসে দোকানের বেড়ার টিন কাটা দেখে টের পায়। সাথে সাথে বিলোনিয়া থানাতে খবর দেওয়ার পর পুলিশ এসে , সব কিছু দেখে চুরির মামলা হাতে নেয় । দোকানের মালিক সৌরভ দত্তের দাবি আনুমানিক দেড় থেকে দুই লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয় ।

শুক্রবার গভীর রাতে শুধু রাজ স্টুডিও দোকানে চোরেরা হানা দেয়নি । বিলোনিয়া রাম ঠাকুর পাড়াস্থিত রামঠাকুর সেবা মন্দিরে হানা দিয়ে মন্দিরের জিনিসপত্র তছনছ করে পিতলের গোপাল ঠাকুরের বিগ্রহ নিয়ে যায় । রাম ঠাকুর সেবা মন্দিরেও এনিয়ে তৃতীয় বার চুরির ঘটনা ঘটে । একদিকে রয়েছে বিলোনিয়া থানা , অন্যদিকে দুই কর্নারে রয়েছে দুটি পুলিশ ফাঁড়ি। এত কিছু থাকার পর কি করে চুরির কান্ডের মত ঘটনা। এই নিয়ে ক্ষোভ বিরাজ করছে রাম ঠাকুর পাড়ার এলাকাবাসী থেকে শুরু করে ভক্তদের মধ্যে । তবে রাম ঠাকুর সেবা মন্দিরের কমিটির পক্ষে আবেদন জানানো হয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহন করে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার জন্য ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?