জোহানেসবার্গ, ২৪ আগস্ট।। সন্ত্রাসবাদ ও জলদস্যুতার বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিকার সঙ্গে কাজ করছে ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস-আফ্রিকা আউটরিচ ও ব্রিকস প্লাস সংলাপে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “প্রায় ৪,৪০০ ভারতীয় শান্তিরক্ষী, যার মধ্যে নারীরাও রয়েছে শান্তি পুনরুদ্ধারের জন্য আফ্রিকায় মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসবাদ ও জলদস্যুতার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আফ্রিকার সঙ্গে কাজ করছি।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আফ্রিকার সঙ্গে সম্পর্কের ওপর বেশি গুরুত্ব দিয়েছে ভারত। আমরা আফ্রিকায় ১৬টি নতুন মিশন খুলেছি। এখন আফ্রিকার চতুর্থ বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং পঞ্চম বৃহত্তম বিনিয়োগকারী হল ভারত৷” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমি বিশ্বাস করি, এখানে উপস্থিত ব্রিকস দেশগুলি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলি একটি বহুমুখী বিশ্বকে শক্তিশালী করতে অবদান রাখতে পারে।”