নয়াদিল্লি, ২৩ আগস্ট।। বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) কৃতি স্যানন (মিমি)। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন (পুষ্পা: দ্য রাইজ ) । সেরা হিন্দি ছবির শিরোপা জিতে নিল পরিচালক সুজিত সরকারের সর্দার উধম । সেরা বাংলা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির কালকক্ষ সিনেমাটি ।
বৃহস্পতিবার চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই অনুষ্ঠানে, চলচ্চিত্রে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য অনেক চলচ্চিত্র ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। আজ ২৪ আগস্ট তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৬৯তম জাতীয় চলচ্চিত্র উৎসবে ২০২১ সালের জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। এ বছর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-তে তার শক্তিশালী অভিনয়ের জন্য আলিয়া ভাট এই পুরস্কার জিতেছেন। সেরা সংলাপের বিভাগে পুরস্কারও পেয়েছে ছবিটি। যেখানে মিমির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি স্যানন এবং সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী।
আর সেরা অভিনেতা হয়েছেন আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আল্লু অর্জুন। ভিকি কৌশলের ছবি ‘সর্দার উধম সিং’ ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে। সিদ্ধার্থ মালহোত্রার ছবি ‘শেরশাহ’ পেয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। সেরা সঙ্গীত পরিচালনার জন্য আল্লু অর্জুনের ‘পুষ্পা দ্য রাইজ’-এর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সময়ে, ব্লকবাস্টার হিট আরআরআর সেরা অ্যাকশন ফিল্ম হিসাবে নির্বাচিত হয়েছে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কেতন মেহতা ফিচার ফিল্মের জন্য জাতীয় পুরস্কার ঘোষণা করেছেন। অন্যদিকে প্রথমবার পরিচালকের আসনে বসে বাজিমাত অভিনেতা আর মাধবনের ।
তাঁর ছবি ‘রকেট্রি: দ্যা নাম্বি এফেক্ট’ পেল সেরা ছবির পুরস্কার। এবছর ২৮ ভাষার ২৮০ ফিচার ফিল্ম জমা পড়েছিল ও ২৩টি ভাষায় জমা পড়েছিল ১৫৮টি নন ফিচার ফিল্ম। ফিচার জ্যুরি বিভাগের প্রধান জ্যুরি কেতন মেহতা বলেন, ‘বিষয়, শিল্প, ক্রিয়েটিভি এবং সাহস- এই চারটি কারণেই রকেট্রিকে সেরা ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে।এবছর বাঙালির ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। নন ফিচার ক্যাটেগরিতে স্পেশাল মেনশেন (ক্রিটিক) অ্যাওয়ার্ড পেলেন রাম কমল মুখার্জি (এক দুয়া)।
নন ফিচার সেরা বায়োগ্রাফিকাল ছবি রুখু মাটির দুখু মাটি, পরিচালক সোমনাথ মন্ডল। নন ফিচার সেরা বৈজ্ঞানিক ও প্রযুক্তি ছবির পুরস্কার পেয়েছেন ইথোস অফ ডার্কনেস, পরিচালক অভিজিৎ ব্যানার্জি। নন ফিচার বেস্ট ইনস্টেগেটিভ ছবি বাপ্পা রায়ের ‘লুকিং ফর চালান’। নন ফিচার সেরা এডিটিং-এর পুরস্কার পান অভ্র বন্দ্যোপাধ্যায় (ইফ মেমোরি সার্ভস মি রাইট)।