স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৩ অক্টোবর।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষকদের কল্যাণে সংসদে পাশ হওয়ার দুটি ঐতিহাসিক বিলের সমর্থনে অভিনন্দন সভা হয় বিলোনিয়ায়। জয় জওয়ান, জয় কৃষান, জয় বিজ্ঞান, এই শ্লোগানকে সামনে রেখে বিলোনিয়ায় এক অভিনন্দন সভার আয়োজন করলো কৃষাণ মোর্চার নেতৃত্বরা।
এই অভিনন্দন সভাটি অনুষ্ঠিত হয় বিলোনিয়ার কালিনগর মোটর স্ট্যান্ডে শনিবার বিকেলে। উপস্থিত ছিলেন কৃষাণ মোর্চার ত্রিপুরা রাজ্যে প্রভারি অর্ণব চ্যাটার্জী, রাজ্য সভাপতি জহর সাহা, দক্ষিণ জেলার সভাপতি তথা বিধায়ক শংকর রায়, সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে বক্তারা আলোচনা করতে গিয়ে বিরোধী দলগুলো গুলির বক্তব্যের সমালোচনা করেন।
বর্তমানে বিভিন্ন বিরোধী দলগুলি সংসদে পাস হওয়া কৃষি বিল নিয়ে বিভিন্ন রকম মন্তব্য এবং আন্দোলন করছেন। সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষকদের কল্যাণে এই ঐতিহাসিক বিলের সমর্থনে কৃষকদের সামনের দিকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান উপস্থিতি বক্তারা। এই অভিনন্দন সভায় দক্ষিণ জেলার বেশকিছু কৃষকের উপস্থিতি লক্ষ্য করা যায়।