টাফ রিপোর্টার, আমবাসা, ২৩ আগস্ট।। পানীয় জলের দাবিতে পথ অবরোধ। ঘটনা আমবাসা পুর পরিষদ এলাকায় আমবাসা রেল স্টেশন যাওয়ার রাস্তায়। এলাকাবাসীদের অভিযোগ পাঁচ দিন ধরে তাদের এলাকায় জল আসছে না। তাই একপ্রকার বাধ্য হয়ে আমবাসা পুর পরিষদের ১৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা পথ অবরোধে বসেন দুপুর দুটা নাগাদ।
প্রায় ৩০ মিনিট পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ এবং আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। পরবর্তী সময়ে আসেন ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিক। কথা বলেন এলাকাবাসীদের সাথে। এলাকাবাসীদের আশ্বস্ত করেন বিকেল পাঁচটার মধ্যে তাদের এলাকায় জল পৌঁছে যাবে। এই আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় ১৩ নং ওয়ার্ডের এলাকাবাসীরা।
ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিক জানান সম্প্রতি বর্ষার ফলে তাদের জলের উৎস স্থলে সমস্যা হয়েছে। নদীতে যে বাঁধ তৈরি করা হয়েছিল সেই বাঁধ বন্যার জলে ভেঙ্গে যায়। তাই জল সরবরাহে বিঘ্ন ঘটে। নদীতে দেওয়া বাঁধ মেরামত করা হচ্ছে। শীঘ্রই পানীয় জল সরবরাহ ঠিক হয়ে যাবে।