বিশালগড়ে সরকারি কর্মচারীর বাইকের টুলবক্সের তালা ভেঙ্গে আশি হাজার টাক চুরি দিনদুপুরে

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ আগস্ট।। অসামাজিক কার্যকলাপের আঁতুড় ঘর হয়ে উঠেছে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা। চুরি ছিনতাই নেশা কারবার এর মত অপরাধমূলক কার্যকলাপের জন্য প্রতিনিয়ত বিশালগড়ের নাম উঠে আসছে। কিন্তু এতসব কিছুর পরও কুম্ভ নিদ্রা ভঙ্গ হচ্ছে না পুলিশ প্রশাসনের। আবারো দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বিশালগড়ে। এদিন সুমন দেবরায় নামে এক সরকারি কর্মচারীর মোটর বাইক থেকে নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় চোরের দল। সুমনবাবু সকাল সাড়ে দশটা নাগাদ ভারতীয় স্টেট ব্যাংকের নিজের একাউন্ট থেকে ৮০ হাজার টাকা তুলেছিলেন ঋণ পরিশোধের জন্য।

ব্যাংক থেকে টাকা তোলার পর তিনি তা নিজের মোটর বাইকের টুল বক্সে রাখেন এবং তার কর্মস্থল ব্রজপুর হাইস্কুলে চলে যান। সেখানে স্কুলের সামনে মোটর বাইক রেখে তিনি অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগে লুটেরা বাহিনী মোটর বাইকের টুল বক্সের তালা ভেঙ্গে নগদ টাকা নিয়ে চম্পট দেয়।কাজ শেষ করে ফিরে এসে দেখেন মোটর বাইকের টুল বক্সের তালা ভাঙ্গা। তখনই তার সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে দেখেন বক্সের ভিতরের টাকা উধাও। স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসা করে জানতে পারেন, অজ্ঞাত পরিচয় একজন স্কুটি চালক বারবার মোটর বাইকের কাছে ঘোরাঘুরি করছিলেন এবং সন্দেহজনকভাবেই মোটর বাইকের দিকে দেখছিল। এরপর সুমনবাবু বুঝতে আর অসুবিধা হয়নি যে তাকে ব্যাংক থেকে পিছু করা হচ্ছিল।

কারণ ব্যাংক থেকে টাকা তোলার পর স্কুলে যাওয়ার পথে কালো রঙ্গের একটি স্কুটি তার পিছু নিয়েছিল এবং স্কুলের গেট পর্যন্ত আসতে দেখেছিলেন তিনি। তবে স্কুটি চালককে কিংবা স্কুটির নম্বর কোনটিই তিনি সেভাবে লক্ষ্য করেননি। পরবর্তী সময়ে বিশালগড় থানার দারস্থ হয়ে তিনি পুরো ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেও স্কুটি চালক কিংবা টাকার কোন হদিশ বের করতে পারেনি পুলিশ

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?