স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২৩ আগস্ট।। পলিথিন প্যাকেট, প্যাকেট জাত খাদ্যদ্রব্য, বিভিন্ন কাঁচামালের দোকান এবং বিভিন্ন মিষ্টির দোকানের খাদ্য দ্রব্যের পরিস্থিতি দেখতে বিলোনীয়া মহকুমা প্রশাসন, খাদ্য সুরক্ষা দপ্তর, ওজন পরিমাপ দপ্তর, পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযান চালায় বুধবার। বিলোনীয়া প্রভাতী মার্কেটে সব্জীর দোকানগুলিতে অভিযান চালায় বিভিন্ন কাঁচামালের যেমন কাঁচালঙ্কা, আঁদা, রসুন, পেঁয়াজ, আলুর দাম নিয়ে দোকানদারের সাথে কথা বলেন তাদের ক্রয় কত এবং বিক্রি কত সে বিষয়ে অবগত হন আধিকারিকরা।কাঁচামালের প্রত্যেক দোকানদেরকে মাল ক্রয করার সময় ক্যাশমেমো সংগ্রহ করার কথা বলেন। ওজন মাপার দাড়ি পাল্লা সঠিক আছে কিনা তাও খতিয়ে দেখেন।
ওজন ও পরিমাপ নিয়ে মাছ দোকানে বিভিন্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেছে। সাথে সাথে তাদেরকে জরিমানা ও সতর্ক করে দেওয়া হয়।এছাড়া বিলোনিয়ার শহর এবং শহর সংলগ্ন এলাকার বাজারগুলিতে যৌথ অভিযান চালায়। বিভিন্ন খাবারের দোকানে বাড়ি ঘরে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার পাওয়া যায়। সেগুলি নিয়ে যায় প্রশাসন। অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ ইত্যাদি উদ্ধার করে নিয়ে যায়। তাদেরকে যেমন জরিমানা করা হয় তেমনি প্লাস্টিক ও পলিথিন ক্যারি ব্যাগ ব্যবহারকারী সাধারণ নাগরিকদেরকেও জরিমানা করা হয়।
এছাড়াও এইসব জিনিস রাখার দায়ে কিছু দোকানের মালিককে জরিমানা করা হয় এবং কিছু দোকানের মালিকদেরকে বিভিন্নভাবে সচেতন করা হয়। এই বিষয়ে জানাতে গিয়ে মহকুমা শাসকের কার্যালয়ের ডিসিএম আশিষ বিশ্বাস সকল দোকানদার এবং সাধারণ নাগরিকদের সচেতন করেন এবং সতর্ক করেন।
তিনি জানান এইসব বিষয়ে বিভিন্ন দোকানে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে। সকলে যাতে এ বিষয়ে সরকারের নিয়ম নীতি মেনে চলে সে আবেদন রাখেন। তিনি আরও বলেন এবার অল্প কিছু জরিমানা এবং সতর্ক করে দেওয়া হচ্ছে। আগামীদিনে যদি এই ধরনের গড়মিল পাওয়া যায় তাহলে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। এধরণের অভিযান আগামীদিনেও ধারাবাহিকভাবে জারী থাকবে বলে জানান ডিসিএম আশিষ বিশ্বাস।