স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৩ আগস্ট।। ১৪টি বছর ধরে আশি শতাংশ দিব্যাঙ্গ অবস্থাতেই পা দিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে আমবাসা মহকুমাধীন কমলাছড়ার নবম শ্রেণীর ছাত্র রোমিও রাঙ্খল। অত্যন্ত গরিব ঘরের নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রটির জন্য তার পিতা বহু চিকিৎসকের শরণাপন্ন হলেও অর্থের অভাবে ছেলেকে সুস্থ করে তুলতে পারছেন না।
পাঁচ জনের সংসারে একমাত্র উপার্জনকারী অটো চালক পিতা হরিরাম রাঙ্খল। নবম শ্রেণীতে পড়ুয়া দিব্যাঙ্গ রোমিওর খোঁজ পেয়ে তাকে সামান্য সাহায্যের জন্য কমলাছড়ার বাড়িতে ছুটে যান আমবাসার পরোপকারী শিক্ষক এবং সমাজসেবক স্বপন নমঃ। হাতে ফল সহ শিক্ষার নানা সামগ্রী নিয়ে রোমিওর বাড়িতে যাওয়া পরোপকারি শিক্ষক স্বপন বাবুর মাধ্যমেই বিষয়টা প্রকাশ্যে আসে। রোমিওর ঘরে প্রবেশ করে চোখে যা এলো তা দেখে পাথরসম হৃদয়ের মানুষও গলে যাবে।
১৪ বছরের ছেলে রোমিওর দুটি হাতই অচল। মানে ডান হাতটি সবসময় পেছন দিকেই থাকছে। হাতে নতুন খাতা কলম পেয়ে যথেষ্ট আনন্দিত রোমিও। নিজের নাম পিতার নাম স্কুলের নাম সহ খাতায় পা দিয়ে ছবিও একে তাক লাগিয়ে দিলেন ছেলেটি। যা দেখে যে কেউ তাজ্জব হতে হবে। রোমিওর পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন বলে স্থানীয় মানুষের দাবি।