মুম্বই, ২২ আগস্ট : ভারতের স্বপ্নের চন্দ্রযান-৩ চাঁদে পা রাখার অপেক্ষায়। এই চন্দ্রযান-৩ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানালেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত। মঙ্গলবার সঞ্জয় রাউত বলেছেন, “চন্দ্রযান-৩ দেশের জন্য খুব বড় বিষয়।
এটি নিয়ে রাজনীতি করা উচিত নয়। বছরের পর বছর ধরে আমাদের বিজ্ঞানীরা এই প্রকল্পে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। তাঁরা সমস্ত প্রশংসার দাবিদার… কংগ্রেস অথবা\ বিজেপি সরকার হোক, আমাদের দায়িত্ব বিজ্ঞানীদের সমর্থন করা।”এদিকে, চন্দ্রযান-৩ এর সাফল্য কামনায় মঙ্গলবার দেশের রাজ্যে মানুষজন হবন ও পূজার্চনা করেছেন। চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণের জন্য প্রয়াগরাজের শ্রী মঠ বাঘামবাড়ি গাদ্দিতে হবন করা হয়।
বারাণসীর কামাখ্যা মন্দিরেও হবন-এর আয়োজন করা হয়। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, “আমি দেশের নাগরিকদের এবং চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে যুক্ত সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে।”