দেহরাদূন, ২২ আগস্ট : উত্তরাখণ্ডে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। আগামী ২৪ আগস্ট পর্যন্ত গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চলের সব জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
একই সময়ে দেহরাদূন, পাউরি, তেহেরি, বাগেশ্বর, চম্পাবত, নৈনিতালে জারি রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। রাজ্যের অন্যান্য জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে।উত্তরাখণ্ডের দেহরাদূন, পাউরি, তেহেরি, বাগেশ্বর, চম্পাবত, নৈনিতাল ও উধমসিংনগরে ভারী বৃষ্টির শঙ্কায় ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করেছে প্রতিটি জেলা প্রশাসন।
এদিকে, উত্তরাখণ্ডের চামোলি জেলায় পুরুসাদির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক-৫৮ চামোলি। জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুরুসাদিতে প্রায় আড়াইশ মিটার অংশ তলিয়ে গেছে। পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যান চলাচল বন্ধ করে দিয়েছে।