রায়পুর, ১৯ আগস্ট।। আম আদমি পার্টি নিশ্চয়তা দেয় এবং তা পূরণও করে। জোর দিয়ে বললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আপ নেতা ভগবন্ত মান। শনিবার ছত্তিশগড়ের রায়পুরে টাউনহলের এক কর্মসূচিতে তিনি বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন দল ইশতেহার জারি করে।
এক পক্ষ ১ লক্ষ চাকরি লিখলে, অন্য দল উল্লেখ করে ২ লক্ষ। একটি দল ইশতেহারে ৫ কেজি দরে চাল দেওয়ার কথা বলে এবং অন্য পক্ষ লেখে ৪ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। কিন্তু, আপ ইশতেহার জারি করে না, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। আপ গ্যারান্টি দেয়, যা পূরণও করে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও বলেছেন, পাঞ্জাবে আপ-এর গ্যারান্টি পূরণ হয়েছে। কর্মসংস্থানের নিশ্চয়তায়, পাঞ্জাবে ৩১,৯১০ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। ফ্রি বিদ্যুতের নিশ্চয়তাই বিজেপিকে সবচেয়ে বেশি ধাক্কা দেয়, এখানেও শূন্য বিদ্যুৎ বিল আসবে। পাঞ্জাবের ৯০ শতাংশ মানুষের বিল শূন্য হয়ে গেছে।