স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ আগস্ট।। আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ আরো অন্যান্য প্রদেশ নেতৃত্ব। প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য জায়গায়ও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিবস।
বিলোনিয়াতে পালিত হয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৫ তম জন্মবার্ষিকী। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উদযাপন করা হয় বিলোনিয়া কলেজ স্কোয়ার অগ্নিবীণা কমিউনিটি হলে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৫ তম জন্মবার্ষিকী। বেলা তিনটা নাগাদ তথ্য ও সংস্কৃতি দপ্তর , দক্ষিণ জেলা পরিষদ ও বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে মহারাজার জন্মবার্ষিকী পালন করা হয়।মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সুচনা হয় জন্মবার্ষিকীর উদযাপনের মূল অনুষ্ঠান।
প্রদীপ প্রজ্জ্বলন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সাথে ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ট আধিকারিক রিপন চাকমা, পুরপিতা নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ট আধিকারিক রিপন চাকমা স্বাগত ভাষণের পর আজকের অনুষ্ঠানের উদ্ধোধক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের, জীবন বৃত্তান্ত তুলে ধরে আলোচনা রাখেন সভাতে। এরপর অনুষ্ঠানের অতিথিদের একের পর এক আলোচনা শেষে বিভিন্ন সংস্থার শিল্পীদের দ্ধারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান