স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৯ আগস্ট।। নেশার বাড়বাড়ন্ত দক্ষিণ ত্রিপুরা জেলা জুড়ে।নেশার কড়াল গ্রাসে আতলে তলিয়ে যাচ্ছে দক্ষিণ জেলা সদর বিলোনিয়ার যুবসমাজ। বর্তমানে জেলার বহু পরিবার, প্রতিটি এলাকায়, গ্রামেগঞ্জে এখন একটাই দুশ্চিন্তা কিভাবে নেশার গ্রাস থেকে নিস্তার পাওয়া যায়। কিভাবে নিজের সন্তানকে এই নেশার গ্রাস থেকে রক্ষা করা যায়।
নেশা মুক্ত ত্রিপুরা গড়তে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা যেভাবে জিরো ট্রলারেন্স নীতিতে এগিয়ে আসতে আহ্বান করেছেন তাতে সাড়া দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এগিয়ে এলো নেশা মুক্ত দক্ষিণ ত্রিপুরা গড়তে। এমর্মে প্রস্তুতি কমিটির বৈঠক হল দক্ষিণ জেলা বিলোনিয়ার পিতাস কালিবাড়ির মুক্তমঞ্চে। বৈঠকে আগত সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজ সংস্কারকরা তাদের আলোচনায় নেশা মুক্ত দক্ষিণ ত্রিপুরা গড়ার আহ্বান রাখেন।
এই বিষয়ে অবসরপ্রাপ্ত সেনা অফিসার মিহির ভট্টাচার্য বলেন নেশার অতলে তলিয়ে যাওয়া যুবসমাজকে রক্ষা করতে সমাজের সকল অংশের নাগরিককে একযোগে এগিয়ে আসতে হবে। শুধু পুলিশ প্রশাসনের উপর তাকিয়ে থাকলে কিছুতেই এই নেশা থেকে রক্ষা পাবে না দক্ষিণ জেলার মানুষ। এলাকায় এলাকায় জনসচেতনতা গড়ে তুলতে হবে। নেশা সেবনকারী ও নেশা বিক্রেতাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এই এন্টি ড্রাগ স্কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে হবে । আগামী দিন দক্ষিণ জেলা সদর বিলোনিয়াকে নেশা মুক্ত করতে এই এন্টি ড্রাগ স্কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।