নয়াদিল্লি, ১৮ আগস্ট : পঞ্চায়েত হল গণতান্ত্রিক ব্যবস্থার স্তম্ভ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বিজেপি কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত করার লক্ষ্যে প্রতিটি গ্রাম, তহসিল, জেলাকে উন্নত করুন।
শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউ-তে ক্ষেত্ৰীয় পঞ্চায়েত রাজ পরিষদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “পঞ্চায়েতগুলি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার স্তম্ভ। আপনাদের (জেলা পঞ্চায়েত সদস্যদের) উচিত সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করা। নিজ নিজ রাজ্যে মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর লক্ষ্যে কাজ করা উচিত আপনাদের।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিজেপির ‘জেলা পঞ্চায়েত’ সদস্যদের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগকে গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেছেন, “২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে প্রতিটি গ্রাম, তহসিল এবং জেলায় উন্নয়নের প্রদীপ জ্বালাতে হবে”। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বিজেপির জন্য নিছক একটি স্লোগান নয়, প্রতিটি মুহুর্তে সে জন্য বেঁচে থাকতে হবে।”