নয়াদিল্লি, ১৮ আগস্ট : সংগঠন, উৎসর্গ ও মূল্যবোধে বিশ্বাস করে বিজেপি; সমষ্টিগত মূল্যবোধের সঙ্গে সম্মিলিত দায়িত্ব নিয়ে আমরা এগিয়ে যাই। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউ-তে ক্ষেত্ৰীয় পঞ্চায়েত রাজ পরিষদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপি কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা সংগঠনে বিশ্বাস করি, আমরা মূল্যবোধে বিশ্বাস করি, আমরা উৎসর্গে বিশ্বাস করি এবং আমরা সমষ্টিগত মূল্যবোধের সঙ্গে সম্মিলিত দায়িত্ব নিয়ে এগিয়ে যাই এবং আমাদের ওপর অর্পিত দায়িত্বের জন্য দক্ষতা ক্রমাগত বৃদ্ধি করি।”প্রধানমন্ত্রীর কথায়, “দায়িত্ব যাই হোক না কেন, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। আমাদের অবশ্যই একে অপরের কাছ থেকে শিখতে হবে।
আপনাকদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে ও যোগাযোগ রাখতে হবে, আপনার এলাকায় কী ঘটছে তা একে অপরকে জানাতে হবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভিত্তি যত মজবুত হবে, প্রতি মুহূর্তে আমরা তত বেশি গণতন্ত্রে বাস করতে পারব। আমরা সর্বাধিক জনসমর্থন পাব, এবং আমরা নতুন উচ্চতা অর্জন করব।”