স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১০ আগস্ট।। ফের পথ অবরোধ গন্ডাছড়ায়।অবরোধকারীরা জনজাতি অংশের লোকজন। তাদের দাবী প্রায় পাঁচ ছয় বছর যাবৎ বেশ কয়েকটি রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচূড়া ওই রাস্তাগুলিকে অবিলম্বে সারাই করে ছোট বড় যান সহ মানুষজন চলাচলের উপযোগী করে তুলতে হবে। নতুবা পথ অবরোধ চলবেই।
প্রসঙ্গত, গন্ডাছড়া মহকুমা সদর থেকে ভগীরথপাড়া, গিরাচন্দ্রপাড়া, ঈশ্বরাইপাড়া, নবোদাপাড়া, দুর্গাপুরের একাংশ পাড়া, বৈরাগী টিলা এবং অন্যান্য আরো বেশ কয়েকটি পাড়ায় আসা যাওয়ার ক্ষেত্রে যে সমস্ত রাস্তা গুলি রয়েছে সেই সবগুলি রাস্তাই প্রায় পাঁচ ছয় বছর যাবৎ বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ওই পাড়া বা গ্রামের লোকজনরা সম্মিলিতভাবে বারবার ব্লক, গ্রামোন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর এবং মহকুমা প্রশাসনের দ্বারস্থ হলেও কাজের কাজ আজ পর্যন্ত হয়নি।
ফলে বাধ্য হয়েই বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমার দুর্গাপুরের বিওসি-রাস্তা এবং বিএসএফ ক্যাম্পের সামনে একই সঙ্গে দুইটি স্থানে অবরোধে বসেব জনজাতি মহিলা পুরুষরা। এদিকে, বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া বাজারের সাপ্তাহিক হাটবার। অবরোধের ফলে রাস্তার দুই দিকে বহু মানুষ সহ ছোট বড় গাড়ি আটকা পড়ে যায়। মহকুমা প্রশাসনের তরফে ডি সি এম দিলীপ দেববর্মা সহ পূর্ত বিভাগের কর্মকর্তারা সেখানে পৌঁছেন বিশাল পুলিশ এবং টি এস আর বাহিনী নিয়ে।
অবরোধকারী এবং প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে চলে দফায় দফায় আলোচনা। অবরোধকারীদের দাবী সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি পেলেই পথ অবরোধ প্রত্যাহার করা হবে নতুবা নয়। যদিও পরে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেয়ে পথ অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা।