স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৫ আগস্ট।। বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার গ্রাহকরা। পাহাড় অঞ্চলের কথা বাদ দেওয়াই ভাল। কারণ গন্ডাছড়া মহকুমা সদর সহ আশপাশের বহু গ্রাম বা পাড়া প্রায় প্রতিদিনই অন্ধকারে থাকছে। বারবার বিদ্যুৎ নিগমের অফিসে যোগাযোগ করেও কোন সুফল পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে শনিবার মহকুমার মনোরঞ্জন দাস পাড়ার শতাধিক গ্রাহক গন্ডাছড়া বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভকারীদের অভিযোগ বেশ কিছু দিন যাবৎ মহকুমার মনোরঞ্জনদাস পাড়ায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার ফলে গ্রামবাসীদের মিলছেনা পানীয় জল। গ্রামবাসীদের তরফে বিদ্যুৎ নিগমের অফিসে ফোন করলে বিভিন্ন অজুহাত তুলে ধরেন অফিসের কর্মকর্তারাl। অথচ মাসের শেষে একেক বিদ্যুৎ গ্রাহককে বিশ ত্রিশ হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। এর থেকে মুক্তি চান বিদ্যুৎ গ্রাহকরা।
শনিবার মনোরঞ্জনদাস পাড়ার সকল অংশের লোকজন সম্মিলিত ভাবে বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও গ্রামবাসীদের ঐক্যবদ্ধ বিক্ষোভের ফলে শনিবারই বিদ্যুৎ লাইন সারাই -এর জন্য ঘটনাস্থলে ছুটে যান বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা। উল্লেখ্য ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় বিদ্যুৎ সরবরাহ করার দায়িত্বে রয়েছেন ফিডকো কোম্পানি।