স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।। স্থায়ী সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে খুবই সন্তুষ্ট চাকুরিচ্যুত শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁদের সমস্ত সমস্যা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে শুনেছেন এবং আগামী মাস দুয়েকের মধ্যে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। চাকুরিচ্যুত শিকক সংগঠনের প্রতিনিধিরা-ও যথেষ্ট আশাবাদী ত্রিপুরা সরকার তাঁদের বাঁচাবে।প্রসঙ্গত, ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে সম্প্রতি আগরতলা উত্তাল হয়ে উঠেছিল। তাঁদের তিনটি সংগঠন ওই আন্দোলনে নেমেছে।
মূলত, স্থায়ী সমাধানের দাবিতেও আন্দোলন করছেন চাকুরিচ্যুত শিক্ষক-রা। ত্রিপুরা সরকার তাদের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিযুক্তিতে উদ্যোগ নিয়েছে। তাতে, কোন চাকুরিচ্যুত শিক্ষক চাকুরী না পেলে তাকে আউটসোর্চিং-র মাধ্যমে নিযুক্তির সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। এখানেই তীব্র আপত্তি জানিয়েছেন চাকুরিচ্যুত শিক্ষক-রা। সাধারণ বেকার-দের সাথে তাঁদের চাকুরীর যোগ্যতা নির্ণয়ে পরীক্ষায় বসা এবং আউটসোর্চিং-র মাধ্যমে চাকুরীর বদলে স্থায়ী সমাধান চাইছেন তারা।আজ মুখ্যমন্ত্রীর কাছেও তারা ওই সমস্ত বিষয় সবিস্তারে তুলে ধরেছেন।
বিকল্প পথে তাদের স্থায়ী সমাধান সম্ভব সে-বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীও তাঁদের সমস্ত বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি-তে সমাধানের আশ্বাস দিয়েছেন। এ-বিষয়ে বিজয়কৃষ্ণ পাল বলেন, চাকুরিচ্যুত শিক্ষকদের একত্রে চাকুরী প্রদানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। তাছাড়া, সাধারণ বেকারদের সাথে চাকুরীর প্রতিযোগিতায় না নেমে বিকল্প পথে স্থায়ী সমাধানের প্রস্তাব রেখেছি। তিনি বলেন, অশিক্ষক পদে ১৩ হাজার শূন্যপদে নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রীর নজরে নেওয়া হয়েছে।
তাছাড়া, আউটসোর্চিং-এ চাকুরীর কোন নিশ্চিয়তা নেই, মুখ্যমন্ত্রী-কে সে বিষয়ে আমাদের সমস্যা নিয়ে অবগত করেছি।তাঁর কথায়, মুখ্যমন্ত্রী আজ আমাদের সমস্ত সমস্যা মনোযোগ দিয়ে শুনেছেন। আউটসোর্চিং নিয়ে নতুন করে ভাববেন বলে মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্থ করেছেন। পাশাপাশি, আগামী মাস দুয়েকের মধ্যে আমাদের স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রী ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত বিষয় দেখেছেন। তাতে, আমরা যথেষ্ট আশাবাদী, খুব শীগ্রই আমাদের চাকুরীর স্থায়ী সমাধান হচ্ছে।