অনলাইন ডেস্ক, ৩১ জুলাই।। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলার খার তেহসিল এলাকায় এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।
স্থানীয় সময় রোববার বিকেলে ইসলামি দল জামিয়াত উলেমা ইসলাম–ফজলের সমাবেশে এ আত্মঘাতী হামলা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৪ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে।এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
এক বিবৃতিতে প্রাদেশিক পুলিশ জানিয়েছে, যে আত্মঘাতী বোমা হামলাকারী জ্যাকেটের মধ্যে বিস্ফোরক নিয়ে মঞ্চের কাছে বিস্ফোরণ ঘটায়, যেখানে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা বসেছিলেন। প্রাথমিক তদন্তে এ বিস্ফোরণের সাথে আইএসআইএল গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তারা বিস্তারিত তদন্ত করছেন।
এদিকে এখন পর্যন্ত এ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি কেউ। অন্যদিকে, বাজাউর এবং পার্শ্ববর্তী এলাকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জেলা পুলিশ কর্মকর্তা নাজির খান জানান, গুরুতর আহতদের বাজাউর থেকে সামরিক হেলিকপ্টারে করে প্রাদেশিক রাজধানী পেশোয়ারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী দেশ আফগানিস্তানে সক্রিয় হয়েছে কিছু সশস্ত্র গোষ্ঠী। যারা আফগানিস্তানের তালেবান প্রশাসনের বিরোধিতা করে।