স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৭ জুলাই।। মেয়েরা আজ আর পিছিয়ে নেই। সমাজের প্রতিটি ক্ষেত্রেই এখন মেয়েদের উৎকর্ষতার পরিচয় পাওয়া যায়। দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞানী সর্বত্রই মেয়েদের জয়জয়কার। মেয়েদের সার্বিক বিকাশে কিশোরী উৎকর্ষ মঞ্চের সূচনা হয়েছে।
আজ গোমতী জেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে উদয়পুর রাজর্ষি হলে আয়োজিত দু’দিনব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, মেয়েরা এখন যোগ্যতার সাথে দেশ পরিচালনার কাজেও অংশগ্রহণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে ২০১৬ সাল থেকে কিশোরী উৎকর্ষ মঞ্চের যাত্রা শুরু হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সেই দিশাতে কাজ করছেন। রাজ্যের সরকারি কলেজগুলিতে মেয়েদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এবারের বাজেটে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০০ জন ছাত্রীকে বিনামূল্যে স্কুটি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক পাঠানলাল জমাতিয়া, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা সুমিত লোধ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কার্যালয়ের ওএসডি ঝুমা দেব। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা আধিকারিক জৈন ভিক্টর রিয়াং। অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত আইএএস শ্রেষ্ঠা শ্রী ও সমাজসেবিকা শর্মিষ্ঠা চৌধুরী তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তাছাড়াও এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মৌমিতা পাল, গর্জনমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী স্বর্ণালী মজুমদার, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী অনামিকা ভৌমিক এবং অমরপুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভিন্নভাবে সক্ষম ছাত্রী সঙ্গীতা রায়কে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।