স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।। উত্তরপ্রদেশের নারী নির্যাতন ও ত্রিপুরার ক্রমবর্ধমান নারীদের উপর আক্রমনের ঘটনা বৃদ্ধির প্রতীবাদে শনিবার সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি-র রাজ্য কমিটির উদ্যোগে এক বিক্ষোভ র্যালি হয়। রাজধানীর সিপিএম পশ্চিম জেলা পার্টি অফিস থেকে বিক্ষোভ র্যালী বের হয় প্যারাডাইস চৌমুনী পর্যন্ত যায়।
সেখান থেকে মিছিলটি পুনরায় পশ্চিম জেলা পার্টি অফিসে সামনে এসে শেষ হয়। নারী নির্যাতনের ঘটনা নিয়ে নিন্দা জানান রাজ্যসভার সাংসদ তথা সারা ভারত গনতান্ত্রীক নারী সমিতির রাজ্য সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য। লক ডাউনের মধ্যে নারী নির্যাতন বেড়েছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।