অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক নিয়ে জল্পনার শেষ নেই। অ্যাজেন্ডা কী কী থাকছে সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। তবে কংগ্রেস স্পষ্ট জানিয়েছে বিরোধী দলগুলো কেবল নিজেদের শক্তি প্রদর্শনের জন্য একজোট হয়নি। বিশ্বের বৃহত্তম দেশ ভারত। অথচ মোদি জমানায় সেই গণতন্ত্র উপক্ষিত।
এই বৈঠক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার বৈঠক। এই বৈঠক মানুষের প্রকৃত ইস্যু তুলে ধরার বৈঠক। কংগ্রেস মনে করছে এই বৈঠক দেশের রাজনীতির খেলা বদলে দিতে পারে। পরিবর্তন আনতে পারে তখতে। যা দেখে ইতিমধ্যে বিজেপির ভিতরে শোরগোল পরে গিয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই প্রসঙ্গে সোমবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সমস্ত বিরোধী দলের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার সাংবাদিক বৈঠকে বেণুগোপাল বলেন, ‘বৈঠকে ঠিক ঠিক কি নিয়ে আলোচনা হবে, তা আমি আপনাদের বলতে পারি না। কংগ্রেস একা কোনও সিদ্ধান্ত নেবে না। সব বিরোধী দল একসঙ্গে বসবে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এখনও পর্যন্ত জানা গিয়েছে, মঙ্গলবারের বিরোধী বৈঠকে উপস্থিত থাকছে কংগ্রেস, তৃণমূল, আপ-সহ মোট ২৬টি দল।