স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।। গত ৬ সেপ্টেম্বর ১০ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেশের সঙ্গে সাক্ষাৎ করার সময় চেয়ে চিঠি দেয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সেই মোতাবেক শনিবার মহাকরণে প্রদেশ কংগ্রেস প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় দেওয়া হয়। সেই মোতাবেক প্রদেশ কংগ্রেসের চার সদস্যের এক প্রতিনিধি দল এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে মহাকরণে সাক্ষাৎ করেন। ১০ দফা দাবি সনদ তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর হাতে।
বেশ কিছু বিষয়ে তাদের মধ্যে কথা হয়। পরে সাক্ষাৎ শেষে বাইরে এসে পিসিসি সভাপতি পীযুষ বিশ্বাস বলেন ১০ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরিষেবা, চীটফান্ডের টাকা ফেরৎ, এডিসি ও আগরতলা পুর নিগমের নির্বাচন, করোনার কারনে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের আর্থিক ভাবে সহায়তা করা। চিটফান্ডের টাকা ফেরৎ এর জন্য সি বি আই তদন্ত কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে। বিহারের পদ্ধতি দেখে এডিসি ও আগরতলা পুর নিগমের নির্বাচন করানো হবে বলে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন।
১০৩২৩ এর নিয়োগের দাবি জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে। ত্রিপুরা লইয়ার্স ওয়েলফেয়ার ফান্ডের ট্রাস্টি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এই কিমিটির সদস্য বার এসোসিয়েশনের দেয়নি। সেই ক্ষেত্রে এই কমিটি সঠিক ভাবে গঠন করার দাবি জানানো হয়। এই বিষয় গুলি শুনে গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।