রেকজাভিকের আশেপাশের এলাকায় একদিনে ২,২০০ বার ভূমিকম্পের কম্পন রেকর্ড করা হয়েছে

অনলাইন ডেস্ক, ৬ জুলাই।। ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডের রাজধানী রেকজাভিকের আশেপাশের এলাকায় একদিনে ২,২০০ বার ভূমিকম্পের কম্পন রেকর্ড করা হয়েছে। এতে করে দেশটিতে দ্রুত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হতে পারে বলে ধারণা করছে দেশটির আবহাওয়া বিভাগ।বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা দ্যা খালিজ টাইমস।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল চারটার দিকে মাউন্ট ফাগ্রাডালসফজলের নীচে কম্পন শুরু হয়। এটি মূলত আগ্নেয়গিরির উপরে অবস্থিত এবং সেখানে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্তের এই রেকজেনেস উপদ্বীপে গত দুই বছরে দু’টি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে।

আইএমও জানায়, “প্রায় ২,২০০টি ভূমিকম্প শনাক্ত করা হয়েছে এবং আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কার্যকলাপের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে বলছে সংস্থাটি।

ভূমিকম্পের মধ্যে সাতটির তীব্রতা ছিল রিখটার স্কেলে চার মাত্রার বেশি। এতে করে দেশটি বিমান চলাচল সতর্কতা বাড়াতেও বাধ্য হয়।আইসল্যান্ড হল ইউরোপের বৃহত্তম এবং সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল। দুই টেকটোনিক প্লেটের মাঝামাঝি অবস্থানের কারণে আইসল্যান্ডে নিয়মিতই মৃদুমাত্রার ভূমিকম্প হয়ে থাকে।

এর আগে ২০২১ ও ২০২২ সালে রাজধানী রিকজাভিক থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত মাউন্ট ফাগরাডালসফলের কাছে লাভা ছড়িয়ে পড়েছিল। আর সক্রিয় আগ্নেয়গিরির বিরল এই দৃশ্য নিজ চোখে দেখতে হাজার হাজার পর্যটক দেশটিতে ভ্রমণ করে থাকেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?