কৈলাসহর আরজিএম হাসপাতালে প্যাথলজি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৬ জুলাই।। প্রত্যন্ত গ্রাম কিংবা এডিসি এলাকা নয়। এবার খোদ ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহর শহরের অবস্থিত রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের ল্যাবরেটরির পরিষেবা থেকে সাধারণ মানুষেরা বঞ্চিত। ছয় জুলাই বৃহস্পতিবার সকাল এগারোটা অব্দি হাসপাতালের ল্যাবরেটরি বন্ধ। প্রত্যন্ত এলাকা থেকে রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য আসার পর ল্যাবরেটরি বন্ধ দেখে ফিরে যাচ্ছেন।

এনিয়ে রোগীরা প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করেন। প্রায়ই রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের ল্যাবরেটরি বন্ধ থাকে বলে অভিযোগ রয়েছে। হাসপাতালের ল্যাবরেটরিতে সিনিয়র এক পরীক্ষক তপন বাবু নাকি সরকারি কোয়ার্টারে থাকেন এবং সরকারি কোয়ার্টারে নিজে ল্যাবরেটরি বসিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করেন বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

অথচ, সিনিয়র পরীক্ষক তপন বাবু সহ ল্যাবরেটরিতে মোট তিনজন কর্মী থাকার পরও একজন কর্মীও ছয় জুলাই বৃহস্পতিবার ল্যাবরেটরিতে আসেনি। যার ফলে ল্যাবরেটরি বন্ধ রয়েছে। এব্যাপারে হাসপাতালে নিয়োজিত পূর্ত দপ্তরের কর্মী দিলিপ মালাকার এবং ল্যাবরেটরিতে আসা এক রোগীর আত্মীয় সংবাদ প্রতিনিধিদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান যে, সকাল আটটা থেকে ল্যাবরেটরি খোলা থাকার কথা থাকলেও এগারোটা অব্দি সরকারি হাসপাতালের ল্যাবরেটরি বন্ধ রয়েছে বলে জানান।

হাসপাতালের ল্যাবরেটরি বন্ধ কেন এব্যাপারে জানাতে সংবাদ প্রতিনিধিরা হাসপাতালের SDMO তথা হাসপাতালের ইনচার্জ ড: নিকেন্দ্র দেববর্মার চেম্বারে গিয়ে দেখা SDMO নিকেন্দ্র দেববর্মাও হাসপাতালে আসেনি। দুপুর বারোটা অব্দি SDMO নিকেন্দ্র দেববর্মা হাসপাতালে আসেন নি। কে করবে কার বিচার। যে হাসপাতালের অভিভাবক তথা SDMO সময় মতো হাসপাতালে আসে না, সেই হাসপাতালের অন্য স্টাফদের ফাকিবাজি করাটাই স্বাভাবিক বলে অনেকেরই অভিমত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?