স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৫ জুলাই।। জীবনে চলার পথে গুরুরা আমাদের পথ দেখান। গুরুজনেরা আমাদের মূল্যবোধের শিক্ষা দেন। গুরুদের দেখানো পথে আমাদের চলতে হবে ও নিজেদের গড়ে তুলতে হবে। আজ বিলোনীয়ার কলেজ স্কোয়ারস্থিত অগ্নিবীণা কমিউনিটি হলে অনুষ্ঠিত দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক গুরুপূর্ণিমা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন।
জেলাভিত্তিক গুরুপূর্ণিমা উৎসবের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সমবায়মন্ত্রী বলেন, আমাদের প্রথম গুরু হলেন মা ও বাবা। মা ও বাবাকে সারা জীবন আমাদের শ্রদ্ধা করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না মজুমদার, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সহকারি সভাধিপতি বিভীষণচন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিলচন্দ্র গোপ।
স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা রিপন চাকমা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদ ও বিলোনীয়া পুর পরিষদের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরা জেলার ৯জন গুরুকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।