বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে ১৫ অক্টোবর আহমেদাবাদে

অনলাইন ডেস্ক, ২৭ জুন।। অনেক অপেক্ষার পর অবশেষে ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। মঙ্গলবার ‍মুম্বাইয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সূচি ঘোষণা করা হয়। ভারতে হতে যাওয়া এবারের আসর মাঠে গড়াবে ৫ অক্টোবর।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড একে অপরের বিপক্ষে লড়বে।

আসর শুরুর ঠিক ১০০ দিন আগে ঘোষণা হলো পূর্ণাঙ্গ সূচি। সাধারণত অন্যান্য বার বিশ্বকাপের এক বছর আগেই সূচি চূড়ান্ত হয়ে যায়। এবার অবশ্য নানা কারণেই সেটা হয়নি। যার মধ্যে অন্যতম রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের ভারতে খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা।

অবশেষে সব জটিলতা দূর হওয়ার পর টুর্নামেন্টের সূচি ঘোষণা হয়েছে। সে অনুযায়ী এবারের আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে ১৫ অক্টোবর। ম্যাচটি হবে আহমেদাবাদে।

বিগত কয়েক মাস ধরেই এই ম্যাচের ভেন্যু নিয়ে জটিলতা চলছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আপত্তি ছিল আহমেদাবাদে খেলা নিয়ে।

পাকিস্তান এবারের আসরে তাদের মিশন শুরু করবে ৬ অক্টোবর। হায়দরাবাদে বাছাই পর্বে সেরা হওয়া দলের মুখোমুখি হবে তারা। স্বাগতিক ভারত তাদের মিশন শুরু করবে ৮ অক্টোবর। এদিন চেন্নাইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দলটি।

১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে এবারের বিশ্বকাপ সেমিফাইনাল আয়োজিত হবে। ১৯ নভেম্বর ফাইনাল হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?