অনলাইন ডেস্ক, ২৭ জুন।। লুকা মদ্রিচের বয়স ৩৭। সৌদি আরবের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ইউরোপে খেলা অনেকেই ঝুকছেন সৌদির বড় অঙ্কের অর্থের প্রস্তাবে। তবে ব্যতিক্রম মদ্রিচ। আরও এক বছর রিয়ালেই থাকছেন তিনি।
সব গুঞ্জনের ইতি টেনে ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ক্রোয়াট তারকা। মদ্রিচের চুক্তির মেয়াদ বাড়ানোর কথা সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে রিয়াল। গেল কয়েক দিনে এই নিয়ে চার জন খেলোয়াড় রিয়ালে চুক্তির মেয়াদ বাড়ালেন। গত সপ্তাহে মদ্রিচের মতো এক বছর মেয়াদ বাড়ান টনি ক্রুস ও নাচো ফের্নান্দেস, ২০২৭ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করেন দানি সেবাইয়োস।
২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহাম থেকে রিয়ালে নাম লেখান মদ্রিচ। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৪৮৮ ম্যাচ খেলেছেন। ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ ট্রফি জিতেছেন মোট ২৩টি। ২০২২-২৩ মৌসুমে তিনি ছিলেন ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশে, ক্যারিয়ারে যা ষষ্ঠবারের মতো।
গেল মৌসুমে লা লিগায় ৩৩ ম্যাচ খেলে চার গোল ও তিন অ্যাসিস্ট করেন মদ্রিচ। কার্লো আনচেলত্তি তাকে মিডফিল্ডে ব্যবহার করবেন। সঙ্গে তার বাড়তি কাজ থাকবে মিডফিল্ডে তরুণদের শেখানো। মদ্রিচ সৌদির ক্লাব থেকে বার্ষিক ১০০ থেকে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছিল বলে খবর প্রকাশ হয়েছিল।রিয়ালে থাকতেই ২০১৮ তে ব্যালন ডি’অর জেতেন মদ্রিচ।