অনলাইন ডেস্ক, ৯ জুন।। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ‘গুজব ও অপবাদ ছড়ানো’ ‘হ্যাকার সাম্রাজ্য’ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাধারণ কৌশল। কিউবায় গুপ্তচর ঘাঁটি তৈরি করতে চলেছে চীন। একটি প্রভাবশালী সংবাদমাধ্যম এক দিন আগে এই দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করে।
এর প্রতিক্রিয়ায় শুক্রবার (৯ জুন) এমন মন্তব্য করেছে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়। এদিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি জানায়, গোপন গোয়েন্দা নথির সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে দাবি করেছে যে, কিউবায় এই ঘাঁটি নির্মাণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের দূরের একটি দ্বীপে আড়িপাতার জন্য ইলেকট্রনিক স্থাপনা তৈরি করতে যাচ্ছে বেইজিং।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) দূরের কথিত ওই দ্বীপে বেশ কিছু মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। যার ফলে খুব সহজেই ইলেকট্রনিক সংযোগ পেতে পারবে চীন। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন যে, গুপ্তচর এই ঘাঁটি নির্মাণের জন্য এরইমধ্যে হাভানার সঙ্গে একটি নীতিগত গোপন চুক্তিও করেছে বেইজিং। আর এজন্য কিউবাকে ‘কয়েক বিলিয়ন ডলারও’ দিতে হবে চীনকে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার প্রতিবেদনটি ‘সঠিক নয়’ জানিয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি দাবি করেন , তবে তিনি যা চিন্তা করেছেন, তা ভুল নয়। এর জবাবে শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘ আমরা সবাই যা জানি তাহলো, গুজব এবং অপবাদ ছড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাধারণ কৌশল। সেই সঙ্গে তারা বিশ্বের সবচেয়ে বড় হ্যাকার সাম্রাজ্যও এবং প্রকৃতপক্ষে একটি প্রধান নজরদারি চালানো জাতিও তারাই‘।