অনলাইন ডেস্ক, ২ অক্টোবর।। কৃষি-বিরোধী তিনটি কালা-আইনের বিরোধিতায় জয় হবে কৃষকদেরই। সফল হবে কংগ্রেসও। শুক্রবার ভিডিও কনফারেন্সিং মারফত বার্তায় আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়া এদিন জানান, আজ আমরা যখন মহাত্মা গান্ধী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী পালন করছি, সেই সময় কৃষি-বিরোধী তিনটি আইনের বিরোধিতা করছেন কৃষকরা।
আমার বিশ্বাস কৃষকদের ও কংগ্রেসের আন্দোলন সফল হবে এবং কৃষকরা জয়ী হবেন। সোনিয়া আরও জানান, দেশের অন্নদাতা কৃষকদের রক্ত-কান্না কাঁদাচ্ছে মোদী সরকার। করোনা-প্রকোপের মধ্যেই আমরা সবাই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, অভাবীরা যাতে বিনামূল্যে আনাজ পান, তাহলে বলুন আমাদের কৃষক ভাইদের সাহায্য ছাড়া কী কোটি কোটি মানুষের জন্য অন্নের ব্যবস্থা করা সম্ভব ছিল? সোনিয়া বলেন, দেশের অন্নদাতাদের সঙ্গে চূড়ান্ত অন্যায় করছেন দেশের প্রধানমন্ত্রী।
কৃষি আইন সম্পর্কে কৃষকদের সঙ্গেও কথা বলা হয়নি। শুধুমাত্র এটাই নয়, কৃষক স্বার্থ না দেখে, কিছু বন্ধুদের সঙ্গে কথা বলে কৃষক-বিরোধী তিনটি কালা-আইন তৈরী করা হয়েছে।