অনলাইন ডেস্ক, ২ অক্টোবর।। গান্ধীজির জীবন ও মহৎ চিন্তাভাবনা থেকে অনেক কিছু শেখার আছে। জাতির জনক মহাত্মা গান্ধীকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইটারে এমনই লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার সকালে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, গান্ধীজয়ন্তীতে আমাদের প্রিয় বাপুকে প্রণাম। গান্ধীজির জীবন ও মহৎ চিন্তাভাবনা থেকে অনেক কিছু শেখার আছে। সমৃদ্ধ ও করুণাময় ভারত নির্মাণে বাপুর আদর্শ আমাদের এগিয়ে চলতে সহায়তা করুক।
গান্ধীজয়ন্তীতে উপলক্ষ্যে শুক্রবার সকালেই রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও জাতির জনককে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত প্রমুখ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিন শুক্রবার। রাজঘাটের পরে বিজয়ঘাটে শাস্ত্রীজির সমাধিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বিজয়ঘাটে শাস্ত্রীকে শ্রদ্ধা জানান তাঁর ছেলে সুনীল শাস্ত্রী এবং অনিল শাস্ত্রী।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুক্রবার টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, নম্র ও দৃঢ়চেতা ছিলেন লালবাহাদুর শাস্ত্রীজি। দেশের কল্যাণেই তিনি জীবন অতিবাহিত করেছেন। জন্মজয়ন্তীতে আমরা তাঁকে স্মরণ করছি।