অনলাইন ডেস্ক, ৫ জুন।। ভূমিকম্প আঘাত হেনেছে বঙ্গোপসাগরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩. ৯। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনএসসি)বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দা ইকোনোমিকস টাইমস।
প্রতিবেদনে ভলা হয়, সোমবার সকাল ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে। এনসিএসর দেওয়া তথ্য অনুসারে, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।