স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ অক্টোবর।। গান্ধীজিই বুনিয়াদি শিক্ষার কথা বলেছিলেন। আজ দেশ তার দেখানো পথ ধরেই এগিয়ে চলেছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহাত্মা গান্ধীর জন্মসার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে আয়ােজিত দু’বছরব্যাপী রাজ্যভিত্তিক সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে দ্ব্যর্থহীন ভাষায় এ-কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
এদিন শিক্ষামন্ত্রী বলেন, গান্ধীজী সত্যকে ঈশ্বর হিসেবে মেনে নিয়েছিলেন। তিনি ছিলেন গ্রাম সরকারের প্রধান প্রবক্তা। তাঁর কথায়, মহাত্মা গান্ধী ১৯৩৭ সালের ৩১ জুলাই যে বুনিয়াদি শিক্ষার কথা বলেছিলেন আজ দেশ তার পথ ধরেই এগিয়ে চলেছে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯২৯ সালের ৩১ ডিসেম্বর দেশের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১৯৩০ সালের ২৬ জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। শিক্ষামন্ত্রী-র মতে, আমাদের প্রধানমন্ত্রী গান্ধীজীর অহিংসাকে পাথেয় করে এগিয়ে চলেছেন।