ট্রেনের লাউডস্পিকারে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের বক্তৃতা, গ্রেফতার দুই

অনলাইন ডেস্ক, ১৬ মে।। ইউরোপের দেশ অস্ট্রিয়ায় আন্তনগর একটি ট্রেনের লাউডস্পিকারে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের বক্তৃতা বাজানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ট্রেনের স্পিকার সিস্টেমে হিটলারের বক্তৃতা শুনে অবাক হয়ে যান ট্রেনটির যাত্রীরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি নিউজ।

বিবিসি জানায়, ব্রেগেঞ্জ থেকে ভিয়েনাগামী ওই ট্রেনে রোববার (১৪ মে) রোববার সাধারণ ঘোষণার পরিবর্তে ট্রেনের স্পিকার সিস্টেমে লোকজনকে ‘হেইল হিটলার’, ‘গিস হেইল’ বলে চিৎকার করতেও শোনা যায়। ট্রেন অপারেটর জানান, গত কয়েক সপ্তাহে অস্ট্রিয়ায় কয়েকবার হিটলারের বক্তৃতা বাজানোর ঘটনা ঘটেছে।

ব্রেগেঞ্জ-ভিয়েনা ট্রেনের এক যাত্রী বিবিসিকে জানান, তারা এ ঘটনায় সম্পূর্ণ হতবাক হয়ে যান। গ্রিন পার্টির এমপি ডেভিড স্টোয়েগমুলার বলেন, ভিয়েনায় পৌঁছানোর কিছুক্ষণ আগে ট্রেনের ইন্টারকম সিস্টেমের মাধ্যমে হিটলারের বক্তৃতা বাজানো হয়। ট্রেনের স্টাফরা চেষ্টা করেও রেকর্ডিংটি বন্ধ করতে পারেননি ও নিজেদের ঘোষণাও দিতে পারেনি। তারা হতাশ হয়ে পড়েছিল এ ঘটনায়।

এদিকে, এক বিবৃতিতে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে এ ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের যোগসূত্র নেই বলে দাবি জানায়। বিষয়টি পুলিশকে জানানো পর অভিযোগ দায়ের করা হলে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। অস্ট্রিয়ায় নাৎসি প্রচার একটি ফৌজদারি অপরাধ। অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী হিটলার ১৯১৩ সালে তরুণ বয়সে জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?