অনলাইন ডেস্ক, ১৬ মে।।। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে একটি হোস্টেলে আগুন লেগে অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১১ জন।স্থানীয় সময় সোমবার (১৫ মে) রাতে ওয়েলিংটনের চারতলা লোফারস লজ নামের হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় একটি সংবাদমাধ্যমকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স জানান, এ বিষয়ে আমার কাছে কয়েক ধরনের তথ্য আছে। তবে ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। আমার মনে হচ্ছে সংখ্যাটা আরও বেশি হবে।
ওয়েলিংটনের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট ম্যানেজার নিক পিয়াট বলেন, আগুন লাগার সময় হোস্টেলে অনেকে ছিলেন। খবর পেয়েই মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। ৫২ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও অজ্ঞাত কয়েকজন নিখোঁজ রয়েছেন। পিয়াট আরও বলেন, এটি সবার জন্য দুঃখজনক ঘটনা।
অনেক মানুষ মারা যেতে পারেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। দেশটির পুলিশ জানিয়েছে, বিল্ডিংটিতে প্রবেশ না করা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। হোস্টেল কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুসারে, ভবনটিতে অন্তত ১০০ জন বাসিন্দা ছিল অগ্নিকাণ্ডের সময়।
এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যম নিউজহাব বলেছে, বাসিন্দাদের অধিকাংশই পেশায় শ্রমিক। তারা একটি হাসপাতালে কাজ করত। ফলে, যখন আগুন লাগে তখন ঠিক কতজন ভেতরে ছিল তা নিশ্চিত করা মুশকিল।