অনলাইন ডেস্ক, ১১ মে।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষ্যে ৫৮ হাজার কোটি টাকার বেশী মূল্যের নানা প্রকল্প, জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। দিনটি উপলক্ষ্যে নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানেরও সূচনা করেন তিনি। এবারের জাতীয় প্রযুক্তি দিবসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, ‘অটল উদ্ভাবন মিশন’-এর ওপর। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ১১ মে দিনটি ভারতের ইতিহাসের অন্যতম গর্বের দিন। এই দিন ভারতের বিজ্ঞানীরা পোখরানে সেই কৃতিত্ব অর্জন করেছিলেন, যা ভারত মাতার প্রতিটি সন্তানের গর্ব বাড়িয়েছিল।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারত প্রযুক্তিগত উন্নয়নের শীর্ষে দাঁড়িয়ে আছে। লিগো-ইন্ডিয়া, একটি মহাকর্ষীয় তরঙ্গ পর্যবেক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে যা ভারতীয় ছাত্র এবং বিজ্ঞানীদের জন্য আধুনিক গবেষণার সুযোগের নতুন দরজা খুলে দেবে। যেদিন অটলজি ভারতের সফল পারমাণবিক পরীক্ষার কথা ঘোষণা করেছিলেন সেই দিনটি আমি কখনও ভুলতে পারি না। পোখরান পারমাণবিক পরীক্ষার মাধ্যমে, ভারত কেবল নিজস্ব বৈজ্ঞানিক সক্ষমতাই প্রমাণ করেনি বরং ভারতের বৈশ্বিক মর্যাদাকে একটি নতুন উচ্চতাও দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ভারতের স্বাধীনতার অমৃত কালের মধ্যে প্রবেশ করেছি, আমাদের সামনে ২০৪৭ সালের জন্য পরিষ্কার লক্ষ্য রয়েছে! দেশকে উন্নত ও আত্মনির্ভর করতে হবে। ভারত প্রযুক্তিকে নিজস্ব আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে বিবেচনা করে না, বরং দেশের অগ্রগতি ত্বরান্বিত করার একটি হাতিয়ার হিসেবে বিবেচনা করে।
মোদী যোগ করেছেন, গত ৯ বছরে ভারতের তরুণ মনকে উদ্ভাবনের দিকে উদ্বুদ্ধ করার জন্য দেশে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হয়েছে। কয়েক বছর আগে শুরু হওয়া অটল টিঙ্কারিং ল্যাবগুলি এখন দেশের উদ্ভাবনী নার্সারি হয়ে উঠছে।